Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  1. সম্প্রতি কর্মকান্ড :-
  • ক্ষুদ্র ঋণ  বিতরণ ঃ- ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিডিবিএফ থেকে গ্রামীন দরিদ্র্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে আর্থিকভাবে সয়ম্ভর করার লক্ষ্যে চলতি অর্থ বছরে 12,069 জন সদস্যকে  গাভী পালন , গরু মোটা তাজা করন , মাছ চাষ , ধান চাষ, পান চাষ , ক্ষুদ্র ব্যবসা  , হাসঁ - মুরগী পালন ইত্যাদি আয় বৃদ্বি মূলক কর্মকান্ডে 387,306,000 টাকা ঋণ বিতরন করা হয়েছে । সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ যোগ্য এ ঋণের আদায়ের হার 99 % ।
  • ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ  বিতরণ ঃ- ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান সহ  অন্যান্ন কারিগরী সুবিধা প্রাদানের মাধ্যমে অধিক আয় ও আত্ম কর্ম সংস্থানের লক্ষে্য কাজ করে যাচ্ছে । চলতি অর্থ বছরে 383 জন উদ্যোক্তাকে 93,085,000 টাকা ঋণ বিতরন করা হয়েছে । মাসিক কিস্তিতে এ ঋণ পরিশোধ যোগ্য । আদায়ের হার 98 % ।
  •  নারী উদ্যোক্তা ঋণ ঃ- মহিলাদের অধিক পরিমানে আয়বৃদ্বি মূলক কর্মকান্ডে অংশগ্রহন করানোর উদ্দেশ্যে চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাস থেকে নারী উদ্যোক্তা ঋণ নামে একটি নুতন প্রকল্প চালু করা হয়েছে । এ প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তাকে তার প্রকল্পের উপর ভিত্তি করে 50000-1,50,000 টাকা ঋল প্রদান করা হয়  । এ ঋণ মসিক কিস্তিতে পরিশোধ যোগ্য । মার্চ/2019 মাস পর্যন্ত 249 জন সদস্যকে 2,41,40,000 টাকা ঋন বিতরন করা হয়েছে । আদায়ের হার 100% ।
  • সঞ্চয় কার্যক্রম ঃ- জম্মলগ্ন থেকে পিডিবিএফ সুফলভোগী সদস্যদের ব্যক্তিগত ও পরিবারিক মূলধন গঠনে তৎপর । সমিতি থেকে চলে গেলে সদস্যদের যাতে করে ঋণের জন্য অন্য কোন প্রতিষ্ঠানের কাছে হাত পাততে না হয় সে জন্য সাধারন সঞ্চয় ,সোনালী সঞ্চয় , মেয়াদী সঞ্চয়, লাখপতি সঞ্চয় , এবং নবজাতক সঞ্চয় নামে 5 টি সঞ্চয় প্রকল্প চালু করেছেন। এ সকল প্রকল্পে নির্দিষ্ট হারে সার্ভিস চার্জ প্রদান করা হয় ।   নবজাতক সঞ্চয় প্রকল্পে মেয়দান্তে জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন অর্থ প্রদান করা হয় । চলতি অর্থ বছরে উল্লেখ্য সঞ্চয় প্রকল্পে                      টাকা জমা হয়েছে ।
  • নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ ঃ- নারীর সামাজিক মর্যাদা বৃদ্বি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ভোলা জেলার 7 টি উপজেলার 600 জন সদস্যকে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে ।
  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ঃ- দরিদ্র্য ও অদক্ষ্য জনগোষ্ঠীকে ঋন প্রদানের পাশাপশি তাদের দক্ষতা উন্নয়নের জন্য গাভী পালন ,গরু মোটাতাজা করন, বসত বাড়ীর আঙ্গীনায় শাক সজ্বীর চাষ কর্মকান্ডের উপর প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে ।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কারিগরী সহায়তায় ভোলা সদর উপজেলা এবং লালমোহনে 2 ব্যাচে 50 জন সদস্যকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে । চলতি বছরের জুন মাসের মধ্যে 25 জনের আরও 8 ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।