দারিদ্র্য বিমোচন সারাবিশ্বের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম । 2000 সালের জুলাই মাসের 9 তারিখে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক আনুষ্ঠানিক উদ্ভোদনের পর থেকে বিগত 19 বছর ভোলা জেলার পল্লী অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের জন নিরলসভবে কাজ করে যাচ্ছে ।বিগত বছর গুলিতে দরিদ্র্র্য জনগোষ্ঠীর মধ্যে 3,963,850,000 টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে । এ ঋণের আদায়ের হার 99 % ।
পিডিবিএফ ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদান করে আসছে । এ প্রকল্পের মাধ্যেমে তাদের স্বল্প সময়ে সহজ শর্তে ঋণ বিতরন করা হয় । ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে 807,455,000 টাকা ঋণ প্রদান করা হয়েছে । আদায়ের হার 99%।
নারীদের অধিক পরিমানে আয়বৃদ্বি মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে নারী উদ্যোক্তা ঋণ কার্যক্রম চালু করা হয়েছে ।
নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নের জন্য নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে । বিগত বছর গুলিতে 11400 জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
নারীর দক্ষতা বৃদ্বির লক্ষ্যে বিগত বছর 11 জন মহিলাকে কম্পিউটার প্রশিক্ষন দেয়া হয় । চলতি বছরে 50 জন সদস্যকে 3 দিনের বসত বাড়ীর আঙ্গীনায় শাক স্জ্বি চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
সরকারের ভিশন 2021 সারের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা পৌছানোর লক্ষ্যে ভোলা জেলার মনপুরা উপজেলায় 350 টি বাড়ীতে সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে ।পল্লীর দরিদ্র্য জনগনের আর্থিক সক্ষমতা বিবেচনা করে সকল প্রকার সোলার সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সহজ ও স্বল্প কিস্তিতে পরিশোধের সুবিধা প্রচলনের ফলে সোলার কার্যক্রমের সফলতা অর্জিত হচ্ছে ।